যাত্রীদের ভোগান্তি দূর করার লক্ষ্যে ‘আওয়ার শেরপুর’ অনলাইন বাস টিকিটিং সেবা চালু করেছে। যাত্রীগণ নিজে মোবাইল, ট্যাব, ল্যাপটপ, ডেক্সটপ ও অন্যান্য ইলেক্ট্রনিক সেবা ব্যবহার করে পছন্দের সিট বুকিং করতে পারে।
ভ্রমণের নিয়মাবলী
- অনলাইনে টিকিট বুকিং করার সময় পেমেন্ট নিশ্চিত করতে হবে।
- নির্ধারিত সময়ে পেমেন্ট সম্পন্ন না হলে টিকিট নিশ্চিত হবে না।
- আওয়ার শেরপুর থেকে প্রাপ্ত এসএমএস ও ইমেইল সংরক্ষণ করতে হবে এবং টিকিট চেকিং কালে সুপারভাইজারকে দেখাতে হবে।
- বাস ছাড়ার ২০ মিনিট আগে কাউন্টার বা বোর্ডিং পয়েন্টে উপস্থিত থাকতে হবে। সম্মানিত যাত্রীগণ ২০ মিনিট আগে পৌঁছতে ব্যর্থ হলে এবং গাড়িতে উঠতে না পারলে কর্তিপক্ষ দায়ী থাকবে না। এই ক্ষেত্রে পেমেন্ট দাবি করার সুযোগ থাকবে না।