আওয়ার শেরপুর একটি জেলা ওয়েবসাইট স্টার্টআপ। ২০১৮ সাল থেকে এটি পথচলা শুরু করেছে। শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন সহ প্রয়োজনীয় তথ্য সকলের জন্য উন্মুক্ত করে। এছাড়াও শেরপুর জেলার বিশেষ পণ্যগুলো যেমন তুলশীমালা চাল, মন্ডা, ছানার পায়েস ও গুড়ের সন্দেশ অনলাইনের বিক্রি করে। ২০২৫ সালের ৬ জানুয়ারি অনলাইন বাস টিকিটিং সেবা উন্মুক্ত করেছে আওয়ার শেরপুর।
যাত্রী তথ্য
আওয়ার শেরপুর এর অনলাইন বাস টিকিটিং সেবা যাত্রীদের প্রোফাইল তথ্য (নাম, ফোন নাম্বার, ই-মেইল ও ইউজার আইডি) সংরক্ষণ করে। এছাড়াও কিছু ক্ষেত্রে অর্ডার হিস্ট্রি সংরক্ষিত থাকে।