ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে শেরপুর, বকশীগঞ্জ, রৌমারি, রাজিবপুর প্রতিদিন চলাচল করে সিয়াম এন্টারপ্রাইজ। তাদের বহরে এসি ও নন-এসি বাস রয়েছে। এই রোডের যাত্রীগণ আরামদায়ক ভ্রমণের জন্য বেছে নিতে পারে সিয়াম এন্টারপ্রাইজের গাড়িগুলো। টিকিট বুকিং এর সুবিধার্থে কাউন্টারের নাম্বারগুলো যুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়াও শেরপুর অঞ্চলের গাড়িগুলো টিকিট অনলাইনে বুকিং করতে ভিজিট করুন আওয়ার শেরপুর ওয়েবসাইট।