হাজী ট্রাভেলস বকশীগঞ্জ, শ্রীবরদী, শেরপুর ও ঢাকা রোডের একটি নন-এসি গেইটলক সিটিং সার্ভিস বাস। প্রতিদিন বকশীগঞ্জ বাজার থেকে দুপুর ২টায় এবং ঢাকা থেকে ভোর ৫.৫০ মিনিটে চলাচল করে। যেসকল যাত্রীগণ দুপুরে বকশীগঞ্জ থেকে এবং সকালে ঢাকা থেকে শেরপুর, শ্রীবরদী হয়ে বকশীগঞ্জ যেতে চায়ন তাদের জন্য এটি পছন্দের তালিকায় থাকতে পারে।
আপনার ভ্রমণ ঝামেলেহীন করতে ব্যবহার করতে পারেন নিচে থাকা বাস ফিল্টার। আওয়ার শেরপুর আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান।
BUY TICKET
আমরা এই বাসের বেশি নাম্বার সংগ্রহ করতে পারিনি তবে বকশীগঞ্জ কাউন্টার ও সুপারভাইজারের নাম্বার যুক্ত করে দেওয়া হল যেন ঢাকা থেকে ভ্রমণে ইচ্ছুক যাত্রীগণ সুপারভাইজারের সাথে যোগাযোগ করে তাদের আসন নিশ্চিত করতে পারেন।
হাজী ট্রাভেলস বাসের যোগাযোগ তথ্য
কাউন্টার | মোবাইল নাম্বার | ছাড়ার সময় |
বকশীগঞ্জ বাজার | 01711046583 | দুপুর ২টা |
সুপারভাইজার | 01751593332, 01788008243 | ভোর ৫:৫০ মিনিট |

উপড়ের ছবি বর্ণনা করলে বুঝা যায় সিকিউরিটির জন্য এই বাসে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে। এছাড়াও তারা যাত্রীদের জন্য পানি, বিস্কুট এবং ওয়াইফাই সুবিধা রেখেছে। তাহলে আর দেরি কেন? হাজী ট্রাভেলসে ভ্রমণ করে পৌঁছে যান আপনার গন্তব্যে এবং আমাদের সাথে শেয়ার করুন আপনার আভিজ্ঞতা থেকে নতুন কোন তথ্য।

Comments (2)
সকালে আপনাদের কোন গাড়ি গুলো আছে জানতে পারি
কোথায় থেকে কোথায় যাবেন? জানতে পারলে ঐ রোডের গাড়িগুলোর নাম বলতে পারবো।