শেরপুর থেকে জামালপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ হয়ে যশোর ও খুলনা রোডে নিয়মিত চলাচল করে হিমেল সিমান্ত বাস। এগুলো নন-এসি নাইট কোচ বাস সার্ভিস। শেরপুর টু খুলনা যাতায়াতে এই বাসে জনপ্রতি ভাড়া ৮০০ টাকা। শেরপুর নিউ মার্কেট থেকে একটি বাস ছাড়ে সন্ধ্যা সাড়ে ৭টায় এবং অন্যটি রাত ৯ টায়। শেরপুর থেকে যেকোন স্থানে যেতে বা দেশের যেকোন স্থান থেকে শেরপুরে আসতে অনলাইনে বাসের টিকিট বুকিং দিন।
BUY TICKET
হিমেল সিমান্ত বাস নাম্বার
কাউন্টার | মোবাইল নাম্বার | ছাড়ার সময় |
শেরপুর নিউ মার্কেট | 01729592294 | সকাল ৭.৩০ মিনিট ও রাত ৯.০০টা |
জামালপুর বাইপাস মোড় | 01972940380 | সকাল ৮.০০ মিনিট |
দিকপাইত | 01719686972 | |
ধনবাড়ী | 01711510578 | |
মধুপুর | 01714260764 | |
ঘাটাইল | 01712538946, 01712-470525 | |
কড্ডামোড় | 01716020139 | |
বনপাড়া পূর্ব | 01713705434 | |
বনপাড়া পশ্চিম | 01729511165 | |
খুলনা রূপসা ঘাট | 01911467416 | সকাল ৭.৩০ মিনিট |
খুলনা সোনাডাঙ্গা | 01712979924 | |
খুলনা নিউ মার্কেট | 01736551992 | |
খুলনা দৌলতপুর | 01723518787 | |
খুলনা নতুন রাস্তা | 01712308210 | |
ফুলবাড়ী গেইট | 01999935191 | |
যশোর মনিহার | 01971989872, 01781989872 | সকাল ৯.৩০ মিনিট |
যশোর পালবাড়ী | 01776156377, 01917229713 | |
যশোর নওয়াপাড়া | 01712073755 | |
কুষ্টিয়া (পুলিশ লাইন) | 01621427913 | |
কালীগঞ্জ | 01712299234 | |
কালিগঞ্জ | 01712299234 | |
ঝিনাইদহ | 01718340360 | |
সুপারভাইজার | 01760446661, 01760446662 | |
সুপারভাইজার | 01742038593, 01742038594 |


Comments (8)
ভাই ৪০০ নাকি ৮০০।
লিখা ৪০০ আপনারা কাউন্টার তেকে রাখেন ৮০০।
আমরা আপডেট করে নিচ্ছি। ৮০০ই হবে।
আমি খুলনা থেকে এসেছি ৮০০ টাকা নিয়েছে আর ঈদে তো কথা ই নেই
জানানোর জন্য ধন্যবাদ। আমরা আপডেট করে নিচ্ছি।
খুবই বাজে সার্ভিস। ১৪/৬/২৫ রাত ৯ টার বাস সে খুলনা না গিয়ে যশোর নামিয়ে দিলএই রকম বাজে সার্ভিস। যশোর এসে ড্রাইভার কানে হেডফোন লাগিয়ে ঘুমাতে শুরু করলো।যাত্রী যা খুশি তাই করুক তাতে তার কিছু আসেনা।কমেন্ট করে কি কোন লাভ হবে নাকি শুধুই কমেন্ট লেখা।
শুধুই কমেন্ট লেখা। একটু মানুষিক শান্তি। দুঃখিত আপু আমরা এই বাসে কেউ না তাই কোন শান্তনা দিতে পারছি না।
জামালপুর টু কুষ্টিষা নন এসি ভাড়া কত?
অনুগ্রহ করে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপু তাহলে সঠিক তথ্য পাবেন
01760446661, 01760446662
01742038593, 01742038594