নোয়াখালী এক্সপ্রেস বাসটি (Noakhali Express Bus) প্রতিদিন শেরপুর থেকে নোয়াখালী চলাচল করে। এটি একটি নন এসি বাস সার্ভিস। এই বাস সোনাপুর থেকে শেরপুর, ময়মনসিংহ, মাওনা, গাজীপুর, সায়দাবাদ ও কুমিল্লা হয়ে নোয়াখালী চলাচল করে। তাই যারা এই রোড থেকে উঠা নামা করবে তারা তাদের সুবিধা মতো স্থানে নেমে যেতে পারবে। অর্থাৎ কেউ যদি মনেন করে ময়মনসিংহের ফুলপুর বা ত্রিশাল থেকে উঠবে এবং কুমিল্লার দাউদকান্দি বা চান্দিনা নামবে সে অনায়াসে উঠা নামা করতে পারবে। বুকিং করতে নিচে সার্চ করুন।
BUY TICKET
নোয়াখালী এক্সপ্রেস (Noakhali Express Bus) মোবাইল নাম্বার
কাউন্টার | মোবাইল নাম্বার |
শেরপুর | 01705449559, 01705449545 |

শেরপুর টু নোয়াখালী বাস ভাড়া
এই বাস প্রতিদিন সন্ধ্যা ৭টায় শেরপুর সোনার বাংলা বাস কাউন্টার থেকে নোয়াখালীর উদ্দেশ্যের ছেড়ে যায় এবং ভোড় বেলায় গিয়ে পৌঁছে। শেরপুর টু নোয়াখালী বাস ভাড়া জনপ্রতি ৯০০ টাকা।
